Stage

image

HSC English Crash Course

Get an A+ in your HSC English Exam by preparing with topic-based lectures, practice quizzes and board question solving. Enroll today to start practicing!

এই কোর্সে যা থাকছে

icon

Total enrolled 57

icon

একজন এইচএসসি শিক্ষার্থীর ইংরেজি বোর্ড পরীক্ষার জন্য সিলেবাসের যা যা পড়া প্রয়োজন সেগুলো কোর্সে পড়ানো হয়েছে।

icon

এতে রয়েছে রেকর্ডেড ক্লাস, কুইজ, লেকচার স্লাইড এবং রিভিশন নোট যার মাধ্যমে শিক্ষার্থীরা বোর্ড স্ট্যান্ডার্ড প্রস্তুতি নিতে পারবে।

icon

ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার এবং লিখিত অংশের গুরুত্বপূর্ণ সব টপিক পড়ানো হয়েছে।

icon

ইংরেজি প্রথম পত্রের গুরুত্বপূর্ণ Passage, তাদের MCQ এবং Short Questions পড়ানো হয়েছে।

icon

কোর্সের মেয়াদ: ৩ মাস

icon

26 Recorded Lecture & Slide

icon

22+ Revision Note & Quiz

icon

3 Month Course Validity

Course instructors

HSC English Crash Course by Ayman Sadiq ENG

Ayman Sadiq ENG

Founder & CEO, 10 Minute School
Forbe's 30 Under 30;
Queen's Young Leader;
Bestselling Author

HSC English Crash Course by Fatima Farhana Prova

Fatima Farhana Prova

Jahangirnagar University
HSC English Crash Course by Munzereen Shahid

Munzereen Shahid

MS (English), University of Oxford (UK);BA, MA (English), University of Dhaka;IELTS: 8.5
HSC English Crash Course by Shahnawaz Hossain Jay

Shahnawaz Hossain Jay

University of Sussex, UK

Course details

কোর্স সম্পর্কে

কোর্স সম্পর্কে

HSC পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করেই BUET, Medical ইত্যাদিতে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাওয়া যায়। এসব ভর্তি পরীক্ষার ফলাফলের সাথেও HSC রেজাল্টের একটা অংশ যোগ হয়। কিন্তু অনেক শিক্ষার্থীই সারা বছর বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার বিষয়গুলোয় মনোযোগ দিতে দিতে ইংরেজিতে ভালো প্রস্তুতি নিতে পারে না। তাছাড়া করোনার জন্য তোমরা উচ্চমাধ্যমিকের অনেকটা সময়ই ঘরে বসে ক্লাস করেছো। তাই শেষ মুহূর্তে এসে অনেকেই বুঝতে পারছো যে ইংরেজি পড়ায় ঘাটতি রয়ে গেছে।

আর পরীক্ষার নতুন মানবন্টনে ইংরেজিতে ৫০ এর মধ্যে ৪০ নম্বর না পেলে এ+ মিস হয়ে যাবে! এতে করে তোমার জিপিএ কমে যাবে আর ভর্তি পরীক্ষায় কিন্তু মোট নম্বরে ১ নম্বর কম পাওয়ার জন্য পজিশন ১৫০-২০০ পিছিয়ে যায়! তাই বুঝতেই পারছো, প্রতিটি নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই তোমাদের এই শেষ মুহূর্তের ইংরেজির বোর্ড স্ট্যান্ডার্ড প্রস্তুতি নিশ্চিত করতে টেন মিনিট স্কুল নিয়ে এসেছে "HSC English Course"! এই কোর্সের মাধ্যমে তোমরা অল্প সময়ে ইম্পর্ট্যান্ট টপিকগুলো যেমন: Preposition, Use of Verbs, Completing Sentences, Sentence Connectors, Narration ইত্যাদি ভালোভাবে শিখতে পারবে। তোমাদের যাতে ক্লাসের এবং নিজে পড়ার টাইমিং নিয়ে ঝামেলায় পড়তে না হয়, তাই কোর্সের প্রতিটি ক্লাস স্মার্টবোর্ডে রেকর্ড করা হয়েছে। তাই তোমার সুবিধামতো যেকোনো সময়ে ক্লাসগুলো করতে পারবে। আর ক্লাসের সাথে থাকা কুইজ এবং নোটগুলোর মাধ্যমে তুমি প্র্যাকটিস ও রিভিশন করে রেডি হতে পারবে বোর্ড পরীক্ষার জন্য।

ইংরেজিতে নম্বর হারাতে না চাইলে আজই ভর্তি হয়ে নাও কোর্সটিতে!

কোর্সের মেয়াদ: ৩ মাস

Payment process

কীভাবে পেমেন্ট করবেন তা বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন

Course details

  • ইন্টারনেট সংযোগ (ওয়াইফাই বা মোবাইল ইন্টারনেট)

  • স্মার্টফোন অথবা পিসি

Frequently Ask Questions

ভর্তি পরীক্ষার মানবন্টন কেমন হবে?

গণিত-১০০, বাংলা ৬০, ইংরেজী-১০০ এবং সাধারণ জ্ঞান 80

পরীক্ষার সিট কোথায় হবে?

ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য প্রার্থী যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক, সেই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ক্যাডেট কলেজ কর্তৃপক্ষের সাথে স্তবক-৬ এ উল্লেখিত মোবাইল নম্বরে ২৮ জানুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) সকাল ৮০০ ঘটিকা হতে বিকাল ১৭০০ ঘটিকার মধ্যে যোগাযোগ করা যাবে ।লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সময় মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ, সময় ও স্থান ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আবেদন করতে মোট কত টাকা লাগবে?

www.cadetcollege.army.mil.bd ওয়েবসাইটের Home Page এ 'Admission' Menu ক্লিক করতঃ প্রদর্শিত "Welcome to Cadet Colleges Online Admission -2021" এর স্ক্রীনে 'Create New Application' button এ ক্লিক করতে হবে অথবা https://cadetcollegeadmission.army.mil.bd এর মাধ্যমে সরাসরি 'Create New Application' button এ ক্লিক করতে হবে। 'Create New Application' button এ ক্লিক করলে Terms and Conditions প্রদর্শিত হবে। Terms and Conditions Agree বাটনে ক্লিক করে Next ক্লিক করে প্রার্থীর মোবাইল নম্বর এবং সঠিক জন্ম তারিখ প্রবেশ করতে হবে। মুন্যেতম বয়সসীমার মধ্যে হলে প্রার্থী উপযুক্ত (Eligible) বিবেচিত হবে এবং ০১টি দুই সংখ্যার যোগ অংক প্রদর্শিত হবে। অংকের সঠিক যোগফল Insert করলে Payment প্রদর্শিত হবে। Payment বাটনে ক্লিক করে Payment সম্পন্ন করতে হবে । 'Payment' Button ক্লিক করতঃ প্রদর্শিত bkash. Trust Bank, SSL Commerz (সকল প্রকার Credit/ Debit / Wallet), Nagad এবং DBBL (Rocket, Nexus pay এবং সকল DBBL Payment) এর মধ্য থেকে যে কোনো একটি মাধ্যমে ১,৫০০/- (এক হাজার পাঁচশত মাত্র) টাকা অফেরতযোগ্য সফলভাবে অনলাইন পেমেন্ট করতে হবে। পেমেন্ট সফল হলে প্রার্থী কর্তৃক আবেদন ফরম পূরণের জন্য User Name এবং Password প্রাপ্ত হবেন ও স্ক্রীনে প্রদর্শিত নির্দিষ্ট সময়ের মধ্যে ফরমটি সম্পূর্ণভাবে পূরণ করতে হবে। উল্লেখ্য, User Name এবং Password পরবর্তীতে প্রবেশপত্র খ্রিস্ট/ডাউনলোড এবং প্রার্থীর কোন তথ পরিবর্তনের জন্য প্রয়োজন হবে বিধায় অবশ্যই তা সংরক্ষণ করতে হবে। সম্পূর্ণ ফরমটি ০৬টি ধাপ (Step) এ বিভক্ত রয়েছে, যা প্রার্থী কর্তৃক প্রতিটি ধাপ সম্পূর্ণভাবে পুরণ করতে হবে। উক্ত ধাপসমূহের মধ্যে যে সকল Attachment আপলোড করতে হবে, তা অবশ্যই স্ব-স্ব Attachment এর সাইজ নির্দিষ্ট ফরমেট অনুযায়ী (অনলাইন ফরমে প্রদর্শিত) হতে হবে। Payment এর পর চীনে প্রদর্শিত সময়ে ০৬টি ধাপ সম্পূর্ণ হওয়ার পর ফরমটি Final Submit দিতে হবে। Final Submitণী কর্তৃক কোন তথ্য পরিবর্তন করা সম্ভব হবে প্রদর্শিত সময়ের মধ্যে প্রার্থী কর্তৃক টি Final Submit না করলেও যদি ০৬টি ধাপের সকল তথ্যাদি সম্পূর্ণ ও সঠিক হয়, তাহলে বরাদ্দকৃত সময় অতিবাহিত হওয়ার পর ফরমটি স্বয়ংক্রিয়ভাবে Final Submit হয়ে যাবে। উল্লেখ্য, কোন প্রার্থীর তথ্য অসম্পূর্ণ থাকলে নির্দিষ্ট সময়ের পর আবেদনটি স্বয়ংক্রীয়ভাবে বাতিল হিসেবে গণ্য

আবেদন করার পর পরীক্ষার্থী বাছাই কিভাবে হবে?

অনলাইনে আবেদনপত্র পূরণের পূর্বে ভালভাবে ভর্তি বিজ্ঞপ্তিটি পড়ে নিন এবং www.cadetcollege.army.mil.bd ওয়েবসাইটের 'Admission Menu' এর 'How to Apply Link এ ক্লিক করে বিস্তারিত নির্দেশনা জেনে নিন । 7 প্রার্থী এবং অভিভাবকের উপস্থিতিতে আবেদনপত্র পূরণ ও ছবি আপলোড করে ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে। 7 অনলাইনে আবেদনপত্র পূরণের সময়ে সঠিক তথ্য প্রদান করুন, যাতে পরবর্তী সময়ে চাহিদাকৃত কাগজপত্রের সাথে তথ্যের মিল থাকে। আগামী ২২ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে চাহিদাকৃত কাগজপত্র প্রবেশপত্রে উল্লেখিত পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ক্যাডেট কলেজে আবশ্যিকভাবে প্রেরণ করতে হবে। চাহিদাকৃত কাগজপত্রের ঘাটতি, ত্রুটিপূর্ণ কাগজপত্র অথবা তথ্যের গড়মিলের জন্য কর্তৃপক্ষ যেকোনো আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করে। দ্বিতীয়বার পরীক্ষায় অবতীর্ণ হওয়া প্রমাণিত হলে যেকোনো সময়ে এমনকি ভর্তির পরেও প্রার্থীতা বাতিল করা হবে। ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য প্রার্থী যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক, সেই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ক্যাডেট কলেজ কর্তৃপক্ষের সাথে স্তবক-৬ এ উল্লেখিত মোবাইল নম্বরে ২৮ জানুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) সকাল ০৮০০ ঘটিকা হতে বিকাল ১৭০০ ঘটিকার মধ্যে যোগাযোগ করা যাবে। প্রার্থীকে পরীক্ষার দিন সকাল ০৮০০ ঘটিকার মধ্যে প্রবেশপত্রসহ (সংশোধন করা হলে সর্বশেষ সংশোধনকৃত) পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না আবেদনপত্র ফি সঠিকভাবে জমা দেওয়ার পরেই আবেদন গৃহীত হবে। সঠিকভাবে আবেদন ফি জমা না হলে প্রবেশ পত্র প্রিন্ট সফলভাবে আবেদনপত্র ফি জমা দেয়ার ১২ ঘন্টার মধ্যে কনফার্মেশন এসএমএস পাওয়া না গেলে যে মাধ্যমে (Operator) ফি জমা করেছেন, সেই মাধ্যমের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে সফলভাবে আবেদনপত্র ফি জমা দেয়ার পর আগামী ১২ জানুয়ারি ২০২১ তারিখের পর প্রবেশপত্র প্রাণি না হলে, ক্যাডেট কলেজের যেকোনো 'E-booth Outlet'কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। ভর্তি পরবর্তী সকল থামার www.cadetcollege.army.mil.bd ওয়েবসাইটে এবং ক্যাডেট কলেজসমূহে প্রকাশ করা হবে। সার্বিত করোনা পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে সকল পরীক্ষার্থীর সাথে অধুনার ০১ জন করে অভিভাবক আগমনের জন অনুরোধ করা হলো।

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিতে হলে কী কী যোগ্যতা থাকতে হবে?

যোগ্যতা: জাতীয় প্রার্থীকে বাংলাদেশী নাগরিক হতে হবে । শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে ৬ষ্ঠ শ্রেণি অথবা সমমানের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে ০১ জানুয়ারি ২০২১ তারিখে বয়স সর্বোচ্চ ১৩ বছর ০৬ মাস হবে। শারীরিক যোগ্যতা : (3) উচ্চতা ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি (বালক/বালিকা উভয় ক্ষেত্রে প্রযোজ্য) । প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে চশমাবিহীন: এক চক্ষুতে ৬/৬,অন্য চক্ষুতে ৬/৬ চশমাসহ: এক চক্ষুতে ৬/১২, চশমার পাওয়ার কোন চক্ষুতেই (-) 2D এর অধিক হবেনা । এ্যগটিগমাটিজম অন্য চক্ষুতে ৬/১৮ ক্ষেত্রে Spherical Equivalent হিসাব করতে হবে। নিম্নলিখিত কারণসমূহের জন্য একজন প্রার্থী ভর্তি প্রক্রিয়ার যে কোন ধাপে অযোগ্য হিসেবে বিবেচিত হবেঃ পূর্বে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হলে ।। লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য হলে। aps (Gross Knock Knee), 3 (Flat Foot), ss (Color Blind) e afers eam (Over Weight) এ্যাজমা (Asthma), মৃগ (Epilepsy). (Heart Disease), বাত (Arthritis), বালুর (Rheumatic Fever), যক্ষ্মা ( Tuberculosis), পুরাতন আমাশয় (Chronic Dysentery), হেপাটাইটিস (Hepatitis), ডিওডেনাল আলসার (Duodenal Ulcer), রাকন (Night Blindness), যেকোন প্রকার ডায়াবেটিস (Diabetes), হেমোফাইলিয়া (Haemophilia). বিছানায় প্রসাব করা ইত্যাদি রোগে আক্রান্ত হলে স্বাস্থ্য পরীক্ষা পর্ষদ কর্তৃক চিহ্নিত অন্যান্য কারণ।

আরও কোন জিজ্ঞাসা আছে?

2015 - 2025 Copyright © 10 Minute School. All rights reserved.